হিঘচউরত

‘প্রয়োজন হলে স্কুলে শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ার রিভিউয়ের নির্দেশ দিতে হবে’ কড়া নির্দেশ হাইকোর্টের

আদালতের তরফে জানানো হয়েছে এখনও সবটাই আলোচনাসাপেক্ষ

ব্যুরো নিউজ,১৫ মার্চ, পুস্পিতা বড়াল: দরকার হলে স্কুলে গ্রুপ-সি ও ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ার রিভিউয়ের নির্দেশ দিতে পারে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছে ২০১৬ সালের নিয়োগ শুনানিতে।যদিও আদালতের তরফে বলা হয়েছে এখনও সবটাই আলোচনাসাপেক্ষ।

বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী, অর্জুন সিং

সবার জন্য খুশির খবর! Vivo 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 64MP ব্যাক ক্যামেরা ফোনের দাম কমেছে ভারতে!

কোর্ট এদিন এসএসসি-র কাছে জানতে চায় যে, নিয়োগ প্রক্রিয়ার রিভিউয়ের সব উপকরণ আদৌ রয়েছে কি না। এই প্রশ্নের জবাবে কমিশন জানায়, ‘তাদের নিজস্ব কোনও ওএমআর শিট নেই, যা আছে তা সবই সিবিআই-এর দেওয়া।’

অপরদিকে এই ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা রয়েছে কি না, তা বিচারপতি বসাক জানতে চাইলে কমিশন জবাবে বলেন, ‘তা বলা সম্ভব নয়। আমরা সিবিআই-এর থেকে ওএমআর নিয়েছি আদালতের নির্দেশে। তবে আদালত নির্দেশ দিলে রিভিউ করে নতুন প্যানেল বের করা সম্ভব।’ প্রসঙ্গত,আজ ফের এই মামলার শুনানি রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর