হে ঈশ্বর

ডঃ অরুণ চক্রবর্তী

হে  ঈশ্বর

ঈশ্বর এক প্রতিষ্ঠিত অভিব্যক্তি!

ঈশ্বর এক প্রাণ সমস্বত্ত্ব সময়চিত্র;

ঈশ্বর এক অস্তিত্ব জীবনচিত্র!

ঈশ্বর সাদা ক্যানভাস, তুলি, কালি;

ঈশ্বর অমোঘ ইশারা, করে ঘরছাড়া;

ঈশ্বর দেশ কাল উওীর্ণ, মহাবোধী,

ঈশ্বর এক শিশু মন, বৃদ্ধের পরিণতি;

ঈশ্বর মা ও বাবা, চির জাগ্রত, সত্যি;

ঈশ্বর এক ঠিকানা, চিরন্তন নিশানা;

ঈশ্বর এক অভিধান, শূণ্য, অভিমান;

ঈশ্বর কৌনিক,কিন্তু সমান! দৃশ্যমান;

ঈশ্বর অন্ধকার কায়া ও মায়া, কুহেলী;

ঈশ্বর মননের আর দেখার বিবিধতা;

ঈশ্বর মূর্খ হৃদয়ের, নিরন্তর খোঁজা,

ঈশ্বর মহাপুরুষের নিজস্ব প্রাজ্ঞতা;

ঈশ্বর ব্রাহ্মণ, কৃচ্ছতা,ও ভিক্ষাসিদ্ধি ;

ঈশ্বর, জপ, তপ, হোম যজ্ঞ ক্রিয়া;

ঈশ্বর নির্ভুল গুরু মন্ত্র, কঠোর লক্ষ্য;

ঈশ্বর সদাচার, সিদ্ধান্ত, নিরাকার;

ঈশ্বর বুকভরা বিশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস;

ঈশ্বর শুভ সমাচার, যুদ্ধের হুঙ্কার;

ঈশ্বর নিজে সত্য, কিন্তু মিথ্যে সর্বত্র;

ঈশ্বর শুদ্ধ স্বত্ত, পরিলক্ষিত, নিত্য;

ঈশ্বর প্রমাণিত বারংবার, পরীক্ষিত;

ঈশ্বর নিটোল স্বরুপ, ভক্তিমনমালা;

ঈশ্বর জ্যোতি পুঞ্জ বর্তুলাকার;

ঈশ্বর প্রশান্তি ধ্যান যা পূর্ণ নিবেদন!

ঈশ্বর অকুতভয় দাবী, ওঁম নাদ!

ঈশ্বর স্থিরতা, দৃঢ়তা, আত্মজিজ্ঞাসা;

ঈশ্বর সমদর্শন, সমর্পন, শ্রদ্ধাজ্ঞাপন;

ঈশ্বর সাধুসঙ্গ, সংস্কৃত সারবত্ত্বায়!

ঈশ্বর নির্জন হীমগিরি, গুহা কন্দরে;

প্রস্তরখন্ডে, বেদবেদান্ত, উপনিষদে;

ঈশ্বর ভেদাভেদে, আবার সমদর্শে;

ঈশ্বর প্রিয়া প্রেমে, কঠিন শব সাধনে!

ঈশ্বর ভবঘুরে প্রাণের, একমাত্র আশ;

ঈশ্বর লব্ধ প্রতিপাদ্য,গণিতের ভগ্নাংশ

ঈশ্বর আক্ষরিক,অগ্রে মানসিক, প্রতীক

ঈশ্বর সর্বাগ্রে, সর্ব অংশে, সর্ব বিধে;

ঈশ্বর ক্ষিতি, অব, তেজ, মরুৎ ব্যোমে;

ঈশ্বর উদয়ে অস্তে, বিনয় অবতরণে;

ঈশ্বর ভক্ত অমর্তের মনে! অন্তরঙ্গে;

ঈশ্বর অভক্ত, চার্বাকের সমীক্ষায়;

ঈশ্বর নামে, ভ্রমণে, দর্শনে, আলাপনে;

ঈশ্বর তর্ক নিরসনে,ব্যাসনে, ব্যাঞ্জনে

ঈশ্বর বিলাসে, অভিলাষে, অভিজ্ঞানে

ঈশ্বর গুণে, নির্গুণে, আপেক্ষিকে!

ঈশ্বর চূড়ান্ত অন্তিম, যাত্রা, অযাত্রায়;

ঈশ্বর কৃপায়, অকৃপায়, বহু ঋতুময়;

ঈশ্বর আশায়, নিরাশায়, প্রেরণায়;

ঈশ্বর নিত্যে, অনিত্যে, অন্তরে, অক্ষমে;

ঈশ্বর সাধুতায়, অসাধুতায়,

দীনতায়, হীনতায়;

ঈশ্বর প্রতিমূহুর্তে, প্রতিপদে, প্রতিসরে:

ঈশ্বর স্মৃতিতে, শ্রুতিতে, লিপিতে;

ঈশ্বর প্রভাসিত, প্রতিলেখে, নিঃশব্দ;

অভিলেখে, অন্তঃসলিলে, কৃতিত্বে;

ঈশ্বর উদবোধন, উওরণে, উন্মোচনে;

ঈশ্বর লৌকিক, অলৌকিক,

পারলৌকিক, ত্রিগুণাতিত, অব্যয়;

ঈশ্বর দেহ সৃষ্ট সৃষ্টি, সৃষ্টি মাঝে বদ্ধ;

ঈশ্বর পরম আশ্রয়, চান জাগৃতি;

ঈশ্বর তাৎক্ষণিক ও সাধনালব্ধ;

ঈশ্বর দর্শন ব্যাখ্যার অসাধ্য বর্ণন;

ঈশ্বর আপন মহিমায় মহীয়ান,

জ্ঞানাতিত, চরাচরে প্রদীপ্তমান;

ঈশ্বর না না প্রদীপের অম্লান শিখা!

ঈশ্বর চিন্তায় মালিন্য হয় ক্ষয়।

ঈশ্বর আশ্রয় একমাত্র অগ্নিযজ্ঞ,

শুদ্ধির পথ নিশ্চয়, আর দেরী নয়!

চরৈবেতী আর ভিক্ষান্ন, শ্রেষ্ঠ সম্পদ;

ঈশ্বর অলক্ষ্য, অবর্ণনীয়, অভিপ্রায়!

ঈশ্বর দয়াময়, অযাচিত কৃপায়,

হয় জীবের মোহ ভঙ্গ, মোক্ষ লাভ!

ঈশ্বর সারাৎসার, একম ব্রহ্ম দ্বিতীয় নাসতি।

ঈশ্বর, তুমি নিজেই বিস্মরণের বিস্ময়!!

 

REGISTERED UNDER COPYRIGHT ACT)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর