লেখক : ড: অরুন চক্রবর্তী
সবার চোখে, তুমি হলে নাৎসী!
দেশের লুন্ঠনে বাধ সাধলে,
সবার চোখে, তুমি হলে নাৎসী!
সীমানা অতিক্রমে, অনুপ্রবেশে,
জাগালে জাতিকে, প্রতিরোধে,
সবার চোখে, তুমি হলে নাৎসী!
দেশের সেবায়, পরিপুষ্ট, দেশের পুত্র,
হয় যদি বিদেশী আজ্ঞায় দুষ্ট!
রাষ্ট্রীয় নির্বাসনে, দন্ড, পীড়নে,
ওঠে কোলাহল, প্রতিক্রিয়াশীল মনে,
সবার চোখে, তুমি হলে নাৎসী!
দেশ বিরোধী, নীতিবিরোধী, বিদেশী,
চুপিচুপি, ইঙ্গিতে, ভঙ্গিতে, ধ্বংসকারী,
দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্র ভিত্ নষ্ট,
মৃত্যুদন্ড নিশ্চিত, প্রতিশোধ্ চাই!
বিরোধী কন্ঠ করে, পথে পথে প্রচার!
সবার চোখে, তুমি হলে নাৎসী!
রুধিতে সমকামী, ধর্মান্ধ, জেহাদী,
করিতে বিনাশ, গৃহবন্ধ, দূষিত পিশাচ,
ষড়যন্ত্রী কমিউনিস্ট, নিও-সোশ্যালিস্ট,
চার্বাক, অশুভ সন্ধি, নিশ্চুপ উদার পন্থী!
সবার চোখে, তুমি হলে নাৎসী!
ভগ্ন দেশ জুড়তে, প্রসারিত জীবন,
দিতে সুখ, সমৃদ্ধি, চতুর বর্ণম ময়া সৃষ্টি,
সবার চোখে, তুমি হলে নাৎসী!
মেনে চলতে, আর্য মত ও পথ জেনে,
সবাই আমার, আমি সবার, মন্ত্র নিলে,
ঋষি বাণী, যা দৃশী ভাবনা যশ্য,
তস্য ভবতে তা দৃশী।
সবার চোখে, তুমি হলে নাৎসী!
বহুজন সুখায়, বহুজন হিতায়,
জীবনের সংকল্পে, প্রতিবাদী।
সবার চোখে, তুমি হলে নাৎসী!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)