ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: মথুরা থেকে বিজেপি প্রার্থী হয়েছে অভিনেত্রী হেমা মালিনী। মথুরায় ভোট হবে দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল। তার আগে প্রচারে একেবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করেছেন হেমা, যেখানে তাঁকে কৃষিকন্যার ভূমিকায় দেখা যাচ্ছে। ভোটপ্রচারে সোজা মাঠে নেমে পড়েন। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। কাস্তে হাতে নিয়ে মাঠ থেকে শস্য কাটেন। গ্রামের মহিলাদের সঙ্গে তাঁকে এই কাজ করতে দেখে খুশি গ্রামের মহিলারা।
এবার থেকে প্রত্যেক ডিভাইসে বিনামূল্যে পাবেন Google-এর AI ম্যাজিক এডিটর! তবে রয়েছে একটি শর্ত!
এবারও কি মথুরা নিজেদের দখলে রাখতে পারবে বিজেপি?
এরপর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আজ আমি কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গত ১০ বছর ধরে ওঁদের সঙ্গে এ ভাবেই নিয়মিত যোগাযোগ রেখে চলেছি।’
উল্লেখ্য, মথুরা বিজেপির শক্ত ঘাঁটি। ২০১৪ সালে হেমা মালিনীকে প্রার্থী করে মথুরা নিজেদের দখলে রেখেছিল বিজেপি। ২০১৯-এও মথুরা থেকে নির্বাচনে জেতেন হেমা। ২০২৪-এ যদি হেমা ফের মথুরা থেকে জিতে হ্যাট্রিক করতে পারেন কিনা সেটাই দেখার।