ব্যুরো নিউজ, ২২ এপ্রিল: হনুমানের প্রিয় বার হল মঙ্গলবার। এদিন উপবাস কিংবা উপাসনা করলে হনুমানজি কৃপা লাভ করা যায়। আর এ বছর কাকতালীয়ভাবে হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার অর্থাৎ ২৩ এপ্রিল। এই দিন হনুমানের পূজার্চনা করলে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। অনেকেই হনুমানজির আশীর্বাদ লাভের জন্য মঙ্গলবার বিশেষ পূজা পাঠ করে থাকেন।
বজরঙ্গবলীর কৃপালাভে বিশেষ পূজার্চনা
তবে শাস্ত্র অনুযায়ী মঙ্গলবার দিন নতুন কিছু কেনা একেবারেই উচিত নয়। এতে বজরঙ্গবলী অসন্তুষ্ট হন। এতে আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। তাই হনুমান জয়ন্তীর দিন ভুল করেও এই জিনিসগুলো কেনা থেকে বিরত থাকুন-
মঙ্গলবার নতুন বাড়ি কোনভাবে কেনা উচিত নয়। এদিন নতুন কাজ করাও ঠিক নয়। এদিন বাড়ির ভিত পুজো খনন কাছ থেকেও বিরত থাকুন।
এদিন কালো রঙের কিছু কিনবেন না। এবং কালো রঙের পোশাক পরাও এদিন অশুভ। এদের সাদা পোশাক পড়া থেকেও বিরত থাকুন। সম্ভব হলে লাল রঙের পোশাক পড়ার চেষ্টা করুন।
হনুমান জয়ন্তীর দিন কাচের কোন জিনিস কিনবেন না, বা বাড়িতে আনবেনও না। কাচের মতোই এদিন লোহার কোন জিনিস কেনা বা বাড়িতে আনা থেকে বিরত থাকুন। এতে হনুমানজি আপনার প্রতি ক্রদ্ধ হতে পারেন। ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
এদিন বিবাহিত মহিলারা সাজ সরঞ্জামের কোনরকম জিনিস কিনবেন না। এতে আপনার বৈবাহিক জীবনে প্রভাব পড়তে পারে।
এদিন মাছ, মাংস বস আমিষ খাবার খাবেন না। এদিন কাউকে কটূ কথা বলবেন না। কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করবেন না।