হলদিয়া পেট্রোকেমিক্যাল মামলায় রাজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ

ব্যুরো নিউজ,১২ নভেম্বর:রাজ্য সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল) মামলার নতুন মোড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, টিসিজি গোষ্ঠী ও তার প্রোমোটার সংস্থা এসেক্সের বকেয়া অর্থ হিসেবে অবিলম্বে ২,০০০ কোটি টাকা কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। গত বছর এই বিষয়টি নিয়ে সালিশি প্রক্রিয়ায় একটি রায় দেওয়া হয়েছিল, যা রাজ্য চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আজ, সুপ্রিম কোর্টের নতুন রায়ে রাজ্য সরকারকে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঝাড়খণ্ডে বিজেপি প্রত্যাশী, মোদী-শাহের পরিবর্তনের ডাক

অতিরিক্ত সুদ দেওয়ার নির্দেশ

এটি ছিল সঞ্জীব খন্নার প্রধান বিচারপতি হিসেবে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রথম মামলা, যা রাজ্যের আর্থিক দিক থেকে একটি বড় ধাক্কা হতে চলেছে। মামলার পটভূমিতে বলা হচ্ছে, ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার টিসিজি গোষ্ঠীকে দেওয়ার অর্থ বন্ধ করে দিয়েছিল। এর পরই টিসিজি-র অধীনে থাকা এইচপিএল সংস্থা দাবি করে, তাদের প্রাপ্য অর্থ পরিশোধ না করায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্যার সমাধানে গত বছর সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ একটি সালিশি রায় দেয়, যেখানে রাজ্যকে ২,৯৬৮.৩৩ কোটি টাকা এবং অতিরিক্ত সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঝাড়খণ্ড বিধানসভা ভোটঃ প্রথম দফার প্রচার শেষ, নির্বাচনী উত্তেজনা তুঙ্গে

এসেক্স, যা হলদিয়া পেট্রোকেমিক্যালসের মূল সংস্থা, দাবি করে যে তাদের প্রাপ্য অর্থ ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত এবং তাদের আর্থিক সুবিধা জিএসটি প্রবর্তনের পরেও অব্যাহত থাকতে হবে। কিন্তু রাজ্য সরকার সেসময় নতুন কর ব্যবস্থার পর এই অর্থ প্রদান বন্ধ করে দেয়। সালিশি আদালতের বিচারপতিরা রাজ্যের সিদ্ধান্তকে খারিজ করে টিসিজি গোষ্ঠীর পক্ষে রায় দেন, যা রাজ্য সরকারের জন্য এক নতুন অস্বস্তির সৃষ্টি করেছে।সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যকে দ্রুত ওই বকেয়া টাকা মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে আদালতের নির্দেশ মেনে চলার জন্য রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে তা তাদের জন্য আরও বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর