Hajj Pilgrims

ব্যুরো নিউজ, ২০ মে : ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে মক্কা। তীব্র গরমে বাড়ছে মৃতের সংখ্যা। ৫২ ডিগ্রির তাপমাত্রায় মৃত্যু হয়েছে প্রায় ৯০০ পূণ্যার্থীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে ৬৮ জন ভারতীয় রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের এক কূটনীতিক। বেশ কয়েকজনের এখনও খোঁজ মিলছে না বলে খবর।

পরীক্ষার আগের রাতে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল NEET-র প্রশ্নপত্র! বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তর

মৃত ৬৮ জন ভারতীয়, নিখোঁজ বহু

আরব প্রশাসন সূত্রে খবর, হজযাত্রায় গিয়ে গরমের কারণে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। কয়েকজনের স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে। কয়েকজনের আবার তীব্র দাবদাহের কারণে মৃত্যু হয়েছে। কারওর আবার বয়সের কারণেও মৃত্যু হয়েছে। কয়েকজন ভারতীয় আবার নিখোঁজ। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে।

সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিল থাইল্যান্ড, স্বামী-স্ত্রী নয়, ম্যারেজ পার্টনার

BJP Helpline

মরুদেশের প্রায় ৩৩০ জনের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে। মিশরের এক বাসিন্দার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। জর্ডনের প্রায় ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন শয়ে শয়ে পূণ্যার্থী। সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ৯০০ ছাড়িয়েছে। আল মুয়াইজেম আরব দেশের সবচেয়ে বড় মর্গ। মৃত্যু মিছিলে সেই মর্গও ভরে গিয়েছে। প্রসঙ্গত, এবছর হজ যাত্রায় অংশ নিয়েছেন প্রায় ১৮ লক্ষ মানুষ। এরমধ্যে ভিনদেশের পূণ্যার্থী রয়েছেন প্রায় ১৬ লক্ষ। গত বছর মক্কায় হজ যাত্রায় গিয়ে মৃত্যু হয়েছিল প্রায় ২৪০ জন পূণ্যার্থীর। এবছর মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে। ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর