ব্যুরো নিউজ,১২ আগস্ট: লম্বা, ঘন চুল আমরা কে না চাই। কিন্তু চুলের সঠিক যত্ন নেওয়া হয় না আমাদের। আর এই কারণেই আমাদের প্রচুর চুল ঝরে যাচ্ছে। তা দেখার পর আমাদের মনকে আর শান্ত রাখা যায় না। কিন্তু আপনি জানেন কি আপনার কিছু ভুলের জন্যই আপনার চুল ঝরছে। কয়েকটি নিয়ম মেনে যদি আপনি চলেন তাহলে চুলের এমন পরিণতি হবে না।
মহাদেবের কৃপায় আপনি লাভবান হবে যদি এই নিয়মটি পালন করেন
করবেন কি জানেন
মোটা দ্বারা চিরুনি বা ভালো কোম্পানির প্যাডেল ব্রাশ ব্যবহার করুন।প্রতিদিন গুন গুন ১০০ বার চুল আছড়ান।
রাতে চুলে সিরাম ব্যবহার করা চুলের জন্য আদর্শ সময়। বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি চুলে সিরাম মেখে রাখতে পারলে ভালো। এতে চুলের ডগা নরম থাকবে এবং চুলের গোড়া শক্তিশালী হবে।
Mamata Accepts CBI: চাপে পড়ে উলটপুরাণ!সিবিআইকেই ভরসা করছেন, তবু নিন্দা করতে ভুললেন না মমতা
আমরা অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে শক্ত করে চুল বেঁধে থাকি। কিন্তু রাতে বেশি শক্ত করে চুল বাধা উচিত নয়। তাই চুল বাধার সময় খেয়াল রাখবেন বেশি শক্ত করে যেন চুলটা বাঁধা না হয়। আলগা করে বেঁধে ঘুমোতে যাবেন।
RG Kar case: কি লুকানোর চেষ্টা?মৃতার মা-র বিস্ফোরক দাবি
ঘুমোনোর বালিশ টি নিয়মিত পরিষ্কার রাখুন। সব সময় সুতির কাপড় ব্যবহার করবেন। সিন্থেটিক কভার ব্যবহার করলে ঘুমোনোর সময় মাথার চুল ঝরে যায় অনেকেরই। তাই এই বিষয়ে সতর্ক থাকবেন।