hair problem solution

লাবনী চৌধুরী, ২৮ জুন: চুল পড়ার সমস্যা এখন প্রায় সকলেরই। শীতে, গরমে, বর্ষায় কোনও সিজেনেই নিস্তার নেই। কোনও ভাবেই চুল পড়া থেকে যেনও কিছুতেই মিলছে না মুক্তি। তবে নিজের অজান্তেই এই ভুল গুলো করছেন না তো?

আপনি কি নিয়মিত চুলে শ্যাম্পু করেন? অজান্তে নিজের ক্ষতি করছেন না তো?

অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়মিত চুলের যত্ন নেওয়া, তেল দেওয়া, হেয়ার প্যাক লাগানো। এমনকি নিয়ম মেনে শ্যাম্পুও করছেন কিন্তু নিজের অজান্তেই এই ছোট্ট ছোট্ট ভুল গুলির জন্যই এত কিছু ফাঁকি হয়ে যাচ্ছে। তাই এই কাজ গুলো ভুলেও করবেন না।

চুলের যত্নে যে যে  ভুল একেবারেই করবে না

অনেক সময় চুল ঘামায় স্ক্যাল্পে সেই ঘাম, ধুলো বসে মাথা চুলকাতে থাকে। এতে চুলও পড়ে অত্যাধিক। তাই একদিন অন্তর অন্তর শ্যাম্পু করুন। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকে।

BJP Helpline

অনেকক্ষেত্রে কাজের ব্যস্ততায় চুলের যত্ন নেওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই চাইলে চুল একটু ছোট করে কেটে নিতে পারেন।

অনেকেই গরম এড়াতে সব সময় চুল বেঁধে রাখেন। এতে চুলের গোড়ায় ঘাম জমে চুলের গোড়া নষ্ট করে। ফলে চুলও পড়ে অধিক মাত্রায়। তাই চুল সব সময় বেঁধে রাখবেন না। মাঝেমাঝে চুল খুলে পাখার হাওয়ায় বসতে পারেন।

অনেকেই আবার কাজের তাড়ায় ভেজা চুল বেঁধে রাখেন। এতেও চুলের ক্ষতি করে। চুল ভালো করে শুকিয়ে তবেই বাঁধুন।

কখনই খুব টাইট করে চুল বাঁধা চলবে না। এতে চুলের গোড়ায় প্রবল চাপ পড়ে। ফলে চুলের গোড়া আরও নরম হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর