লাবনী চৌধুরী, ২১ জুন: সুন্দর, ঘন চুল পেতে কে না চায়? তবে রুক্ষ-শুষ্ক চুল, ফ্রিজি হেয়ার, খুশকি, চুল ধরে পড়া এসবের ফলে ঘন-সুন্দর চুলের স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়। তবে এই সব সমস্যার সমাধান মিলবে এই পদ্ধতিতেই। বর্ষায় ব্যাগ ও জুতোর বিশেষ যত্ন ঘরের কয়েকটি উপাদান যেমন- অ্যালোভেরা, মেথি এ আমলকীর ব্যবহারেই ফল পাবেন। কীভাবে ব্যবহার করবেন? উপকরণ- ৩ চামচ মেথি, ২ চামচ আমলকী পাউডার, ৪ চামচ অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল। পদ্ধতি- প্রথমে মেথি গ্রাইন্ডারে গুড়ো করে নিন। গাছের অ্যালোভেরা হলে অ্যালোভেরা জেলও ব্লেন্ড করে নিতে পারেন। নয়তো মার্কেটের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এবার মেথিগুড়ো, অ্যালোভেরা জেলের সঙ্গে আমলকীগুঁড়ো ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার আপনার হেয়ার প্যাকটি রেডি। মাথা ভালো করে আঁচরে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ব্রাশের সাহায্যে এই হেয়ার প্যাকটা লাগান। লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ পরে অন্তত ১ থেকে দের ঘণ্টা অপেক্ষা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ১ বার এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। অ্যালোভেরা রুপচর্চায় ভিষন উপকারি। এমনকি আমলকী ব্যবহার করার ফলে খুশকির সমস্যাও দূর হবে। এমনকী চুল পড়ার সমস্যাও দূর হবে। চুল হবে ঘন।