ব্যুরো নিউজ ১ নভেম্বর : বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের গভীর রাতে বাইক ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় গুলির আতঙ্কে ত্রাস ছড়িয়েছে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার লাগোয়া বীরপাড়ার বাসিন্দা অনীশ দেব কালীপুজো দেখতে বেরিয়ে পড়েছিলেন। তার সঙ্গী ছিলেন আরেক বন্ধু ও দুই বান্ধবী। দুটি বাইকে করে তারা বক্সার জঙ্গলের ডিমা ব্রিজের কাছে কালচিনি-রাজাভাতখাওয়া সড়কে পৌঁছালে হঠাৎ বিপত্তি ঘটে।
কালীপুজো ও দীপাবলিতে কলকাতা পুলিশের কড়া নজরদারি, বেআইনি বাজি আটকাতে বিশেষ ব্যবস্থা
কি কি অভিযোগ উঠেছে ?
মুখে মাস্ক পরিহিত দুই দুষ্কৃতী তাদের রাস্তা আটকায় এবং মোবাইল ও বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালায়, এবং তাতে অনীশ দেবের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।দুষ্কৃতীরা তাদের বাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যুবক ও যুবতীদের বক্তব্য অনুযায়ী, দুষ্কৃতীদের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। জঙ্গলের রাস্তা ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ফলে স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা নিরাপত্তা বৃদ্ধি করার দাবি তুলেছেন।
কালীপুজোর রাতে কালনায় ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ৪
এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাতের অন্ধকারে পর্যটন এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে এলাকাবাসীর দাবি।