ব্যুরো নিউজ,৩এপ্রিল: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়রথ থামিয়ে দিল গুজরাত টাইটান্স। বিরাট কোহলিদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে দুর্দান্ত জয় তুলে নিল শুভমন গিলের দল। তবে ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক শুভমনের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যাচের পরই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে গুজরাত দলের ক্রিকেটারদের উল্লাস করতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে শুভমন লেখেন— “খেলায় নজর, গ্যালারির শব্দে নয়।”
আইপিএলের দুদিন আগেই বিবাহবিচ্ছেদে সিলমহর পড়ল যুজবেন্দ্র ও ধনশ্রীর
কোহলিকে খোঁচা মারলেন শুভমন?
শুভমনের এই পোস্টের পর থেকেই ক্রিকেট মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেন হঠাৎ এই পোস্ট? গুজরাত তো আগেও মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারিয়েছে, কিন্তু তখন তো এমন কিছু লেখেননি! তবে কি এই বার্তাটি বিশেষভাবে বিরাট কোহলির উদ্দেশ্যে?
চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই আরসিবির দুর্গ। এখানে বিরাট কোহলির দল খারাপ খেললেও, সমর্থকদের চিৎকারে কখনওই উৎসাহের অভাব হয় না। গোটা স্টেডিয়াম যেন একসঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করে আরসিবির হয়ে। এই জোরালো সমর্থন অনেক সময় প্রতিপক্ষের জন্য চাপ হয়ে দাঁড়ায়। কিন্তু গুজরাত সেই পরিবেশেই আরসিবিকে হারিয়ে দিয়েছে, গ্যালারির চিৎকার থামিয়ে দিয়েছে। সম্ভবত সেই কারণেই শুভমন এমন মন্তব্য করেছেন! বিরাট কোহলি মাঠে দর্শকদের সঙ্গে নিজের আবেগ ভাগ করে নেন। কখনও নাচেন, কখনও চিৎকার করেন, কখনও হাত উঁচিয়ে দর্শকদের উৎসাহিত করেন। আরসিবির সমর্থকদের সঙ্গেও তার দারুণ সম্পর্ক। অন্যদিকে, শুভমন গিল সম্পূর্ণ ভিন্ন মেজাজের খেলোয়াড়। তিনি বরাবর শান্ত স্বভাবের, মাঠে খুব বেশি আবেগ প্রকাশ করতে দেখা যায় না তাঁকে।
নতুন উদ্যমে আইপিএলের প্রস্তুতিতে বিরাট কোহলি, নজর নতুন লুকেও!
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নেতা হিসেবে শুভমনকে কোহলির উত্তরসূরি বলা হয়। দুজনের ব্যাটিং স্টাইলও অনেকটা একরকম। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে শুভমন তার জায়গা হারিয়েছেন, আইপিএলে তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছে। তবে কি এই ম্যাচের মাধ্যমে শুভমন সেই সমস্ত সমালোচনার জবাব দিলেন? জানিয়ে দিলেন, তিনি মাঠের খেলাকেই প্রাধান্য দেন, গ্যালারির চিৎকার তাকে প্রভাবিত করতে পারে না? এই রহস্যময় পোস্টের আসল বার্তা কী, সেটি শুভমন নিজেই জানেন। তবে ক্রিকেট মহলে বিতর্ক যে জিইয়ে রাখলেন, তা বলাই যায়!
আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল, রামনবমীতেও ম্যাচ অপরিবর্তিত