ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: রাজ্যপাল পদ থেকে আচমকাই পদত্যাগ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত।
শনিবার তিনি টুইট করে জানিয়েছেন, ‘তিনি পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের পদ থেকে ইস্তফা কিছু ব্যাক্তিগত কারণ ও অন্যান্য কিছু দায়বদ্ধতার জন্য দিয়েছেন।
পাশাপাশি তিনি দেশের রাষ্ট্রপতিকে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করার আবেদন জানান। উল্লেখ্য, রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার একদিন আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেছিলেন।
পাঞ্জাবের রাজ্যপালের পদত্যাগের কারণ ব্যাক্তিগত
বানওয়ারিলাল পুরোহিত ছিলেন নাগপুরের ৩ বারের সাংসদ। তিনি ২০১৬ সালে তামিলনাড়ুর রাজ্যপাল ও ২০১৭ সালে আসামের রাজ্যপাল হিসেবে নির্বাচিত হন। সুত্রের খবর, দীর্ঘদিন ধরে বানওয়ারিলাল পুরোহিত পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে ছিলেন।
জানা গিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা প্রসঙ্গে তিনি চিঠি পাঠিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী সেই সমস্ত চিঠির কোন জবাব দেননি। আর তাতেই কিছুটা ক্ষুব্ধ রাজ্যপাল। আর এবার এ হেন পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে পাঞ্জাবের রাজ্যপালের পদ ছাড়লেন বানওয়ারিলাল পুরোহিত। ইভিএম নিউজ