Himant Biswa sarma

ব্যুরো নিউজ, ১৭ জুন: সাধারণ মানুষের করের টাকায় সরকারি কর্মীদের ‘আরামে’র দিন শেষ! সামনে মাস থেকেই সরকারি কর্মীদের গুনতে হবে মোটা টাকা। আর এই সুবিধা পাবেন না সরকারী কর্মীরা। জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যাতে বিদ্যুতের খরচ না বাড়াতে হয় তাই এই সিদ্ধান্ত।

অডিও বার্তায় রাম মন্দির ওড়ানোর হুমকি

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সরকারি কর্মীদের বিদ্যুতের বিল এবার দিতে হবে তাঁদের নিজেদেরই। সাধারণ মানুষের করের টাকায় সেই সুবিধা আর পাবেন না সরকারি কর্মীরা। বিদ্যুতের বিল দেওয়ার যে ভিআইপি সংস্কৃতি রয়েছে, তা আমরা সমাপ্ত করছি। এর পাশাপাশি তিনি এও জানান, উদাহরণ তৈরি করতে আমি এবং মুখ্যসচিব আগামী ১ জুলাই থেকে নিজেদের বিদ্যুতের বিল দেব।

BJP Helpline

গত রবিবার এমনটাই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এও বলেন,  আমরা দেখি মন্ত্রী বা সরকারি আধিকারিকদের বাড়ির বিদ্যুতের বিল সরকার দেয়। ৭৫ বছর ধরে এই নিয়ম চলে আসছে। একইসঙ্গে তিই বলেন, এবার থেকে কোনও মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব বা সরকারি কর্মীদের বিদ্যুতের বিল সরকারী বাজেট থেকে খরচ করা হবে না। যাতে বিদ্যুতের খরচ না বাড়াতে হয় তাই আমরা নিজেরাই নিজেদের বিল দেব।

 https://youtu.be/nIpeYBIpLJg

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর