ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয় এই আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরাই। এবার তাঁদের জন্য ভাবনা মোদী সরকারের। এবার অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমার সুযোগ-সুবিধা পাবেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা
অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়ল না
দেশের সব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পাবেন। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পান গ্রহকরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলেন, সরকার আরও বেশি মেডিক্য়াল কলেজ তৈরি করতে চায় বলে জানান। এমনকি হাসপাতালগুলিতে মেডিক্যাল কলেজ গড়তে চায়। আয়ূষ্মান ভারত প্রকল্পে দেশের মোট ৩০.৬ কোটি মানুষ উপকৃত। এমনকি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষও এই প্রকল্পের সুযোগ পেয়ে থাকে।