ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : ত্বকের জেল্লা ধরে রাখতে হলে সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। কিন্তু বিউটি পার্লারে প্রচুর টাকা খরচ না করেও বাড়িতেই কিছু সহজ উপায়ে ত্বককে ঝকঝকে রাখা সম্ভব। জেনে নিন কীভাবে ঘরোয়া উপকরণে বানাবেন ম্যাজিক্যাল ফেসপ্যাক, যা ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সহায়ক।
পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজঃ কার জয় হবে?কি বলছে সমীক্ষা?
কি ভাবে বানাবেন এই ফেসপ্যাক ?
প্রথমে অ্যালোভেরা জেল নিন দুই চামচ। এর সঙ্গে এক চামচ অলিভ অয়েল, এক চামচ গ্লিসারিন, আর দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পর এই মিশ্রণটি মুখে মেখে আলতোভাবে কিছুক্ষণ মাসাজ করুন। রাতে শোবার আগে এটি ব্যবহার করলে সকালে ত্বক উজ্জ্বল দেখাবে।দ্রুত ফলের জন্য, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। এরপর উষ্ণ জল দিয়ে ভেজানো তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। বাইরে যাওয়ার আগে পাঁচ মিনিটের এই প্যাক ব্যবহার করলে ত্বকে তাত্ক্ষণিক জেল্লা আসবে।
রান্নার হলুদের গুঁড়োয় মাত্রাতিরিক্ত সিসা, বিপদে স্বাস্থ্যের ঝুঁকি
আরেকটি সহজ ফেসপ্যাক বানাতে অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখ, গলা ও পিঠে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার এই প্যাক ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল ও সতেজ হবে।