ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গত কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির জেরে মুক্তি মিলেছিল গরমের অসহনীয় পরিস্থিতি থেকে। দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চৈত্রের শেষ দিকের কয়েকটি দিনে তৈরি হয়েছিল তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল বাঁকুড়া জেলার তাপমাত্রা। শুধু তাই নয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবল তাপপ্রবাহের দেখা মিলবে।
আজ শুক্রবার কেমন কাটবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের? জেনে নিন বিস্তারিত:
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলাতেও একইসঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আগামী সপ্তাহের সোমবার থেকে।
বাধা বিঘ্ন কাটাতে রাম নবমীর দিন এই কাজগুলি অবশ্যই করুন
কেমন থাকবে কলকাতার আবহাওয়া
এবার আসি কলকাতার কথায়। বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায় নেই বললেই চলে। বরং গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে মহানগরীতে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার কলকাতায় ভ্যাপসা গরমের পরিস্থিতিই থাকবে নববর্ষের প্রথম দিনেও। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সৃষ্টি হবে প্রবল তাপপ্রবাহের।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
গরম এবার বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই ৫ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের দিকে।