সকালের শান্তি ভাঙল ভয়াবহ দুর্ঘটনায়

ব্যুরো নিউজ : খাস কলকাতার বুকে বৃহস্পতিবার সকালেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিমতলা ঘাটে আচমকা গঙ্গার জলে তলিয়ে গেল একটি সাদা রঙের চারচাকার গাড়ি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অন্তত তিন জন স্থানীয় বাসিন্দা, যাঁরা সেই সময় ঘাটে বিশ্রাম নিচ্ছিলেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গ্রহ রত্ন কেলেঙ্কারিতে ভূমিকম্প

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি মানিকতলার বাসিন্দা অমিত আগরওয়ালের। তিনি সপরিবারে সকালে নিমতলা ঘাটে পুজো দিতে গিয়েছিলেন। ঘাটের পাশে গাড়িটি পার্ক করা ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটি গড়িয়ে গঙ্গার দিকে নামতে থাকে এবং কয়েক মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। উপস্থিত মানুষজন প্রথমে চিৎকার করে সাহায্য চান, পরে খবর যায় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ডুবুরি দল। শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে হ্যান্ডব্রেক টানা ছিল না। ঘাটের ঢাল বেয়ে গাড়িটি সোজা গড়িয়ে নদীতে পড়ে যায়। যদিও ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গাড়িটি জল থেকে তোলার কাজ শুরু করেছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ

এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা জানান, “ঘাটে এমন দুর্ঘটনা আমরা আগে দেখিনি। গাড়িটি ধীরে ধীরে গড়িয়ে যেতে দেখেই চিৎকার শুরু করি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।”

কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি অবহেলা—সবদিক খতিয়ে দেখা হবে।”

ঘটনাটি ঘিরে ব্যস্ত নিমতলা ঘাটে এখন কৌতূহলী মানুষের ভিড়। সকালবেলার শান্ত গঙ্গার ঘাট হঠাৎই পরিণত হয়েছে দুর্ঘটনাস্থলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর