ব্যুরো নিউজ, ২ এপ্রিলঃ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দুর্দান্ত জয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচেই হার দেখতে হলো লখনউ সুপার জায়ান্টসকে। একানা স্টেডিয়ামে মঙ্গলবার ৮ উইকেটের বড় ব্যবধানে ঋষভ পন্থের দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তি দেখালো পাঞ্জাব কিংস। ২২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচের নায়ক প্রভসিমরন সিং, যিনি ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন
প্রভসিমরনের ঝড়ে বিধ্বস্ত লখনউ
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরু থেকেই লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপ ছন্দ খুঁজে পায়নি। পাওয়ার প্লের মধ্যেই ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। বিশেষ করে আবারও ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ। মাত্র ২ রান করে আউট হন তিনি, যা পরপর তিন ম্যাচে তার ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলো। লখনউকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন আইডেন মার্করাম (২৮), নিকোলাস পুরান (৪৪) এবং আয়ুশ বাদোনি (৪১)। শেষদিকে আব্দুল সামাদ ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ১৭১ রানে পৌঁছে দেন। পাঞ্জাবের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অর্শদীপ সিং। যদিও এক ওভারে ২০ রান খরচ করেন, তবে শেষমেষ তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তবে বাকি বোলাররা খুব একটা ছাপ ফেলতে পারেননি।
Weather report: তাপমাত্রা কমবে না, অথচ বৃষ্টি হবে! কি সেই রহস্যের উত্তর ?
শ্রেয়স-প্রভসিমরনের দুর্দান্ত পারফরম্যান্স, ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। মাত্র ৮ রানে আউট হন প্রিয়ানশ আর্য। কিন্তু এরপর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় পাঞ্জাবের ব্যাটাররা। বিধ্বংসী মেজাজে দেখা যায় প্রভসিমরন সিংকে, যিনি মাত্র ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি ছয় ও ৯টি চার।
প্রভসিমরনের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আগের ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকা শ্রেয়স এদিনও দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। ৩০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিল ৪টি ছয় ও ৩টি চার। চার নম্বরে নেমে রান পান নেহাল ওয়াদেরা, যিনি ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। লখনউয়ের বোলারদের মধ্যে একমাত্র দিগবেশ রাঠি ভালো বোলিং করেন, যিনি দুটি উইকেট নেন। তবে আগের ম্যাচে চার উইকেট নেওয়া শার্দূল ঠাকুর এদিন ব্যর্থ হন। অনেক রান খরচ করলেও উইকেটের মুখ দেখেননি।
এই জয়ের ফলে পাঞ্জাব কিংসের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। দায়িত্ব নেওয়ার পর কোচ রিকি পন্টিং বলেছিলেন, “এক নতুন পাঞ্জাব দেখবেন সবাই,” আর তা হয়েও গেল! আইপিএলের ইতিহাসে এটি প্রীতি জিন্টার মালিকানাধীন দলের অন্যতম সেরা শুরু।