ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আটটি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে।শুধু কলেজগুলির ক্যাম্পাসেই নয়, এর পাশাপাশি তল্লাশি করা হচ্ছে কলেজগুলির মালিকদের বাড়িতেও।এই অভিযানের মধ্যে রয়েছে হলদিয়ার তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি।পাশাপাশি তার স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও অভিযান চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিএনপির ক্ষোভঃ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত!
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ
এটি রাজ্যের আটটি মেডিক্যাল কলেজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সারা দেশে মোট ২৮টি বেসরকারি কলেজে একই ধরনের তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সূত্রে জানা গেছে এই অভিযানটি মূলত এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতি নিয়ে চলমান তদন্তের অংশ।বিষয়টি নিয়ে আগেই সুপ্রিম কোর্টে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়ে ওঠে।তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে ইডি এবং রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। হলদিয়া ছাড়াও বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালানো হচ্ছে।
তৃণমূলের কোপে শান্তনু সেন, রোগী কল্যাণ সমিতি থেকে বাদ পড়লেন তিনি
কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতেও চলছে অভিযান। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে অযোগ্য ছাত্রদের ভর্তি করা হয়েছে।তল্লাশি অভিযানে বীরভূমের যে মেডিক্যাল কলেজে অভিযান চলছে, তার মালিক মলয় পীট। তিনি পূর্বে গরু পাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়েছেন এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত।