মিনি ডার্বি

ব্যুরো নিউজ ৯ নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ইস্টবেঙ্গল ক্লাব এখনও পর্যন্ত একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি। টানা ছয়টি ম্যাচে হারের পরও লালহলুদ শিবিরের পয়েন্ট তালিকা শূন্য। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর অধীনে এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গল ভালো পারফরম্যান্স করলেও আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি। তবে আজ তাদের সামনে আছে বাঙালির মিনি ডার্বি, যেখানে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

পান মশলার বিজ্ঞাপন নিয়ে সমর্থকদের দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় তুলনা

সন্ধ্যা ৭:৩০ টায় ম্যাচ শুরু

আজকের ম্যাচে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের দ্বন্দ্ব হবে স্প্যানিশ এবং সার্বিয়ান কৌশলের মধ্যে। ইস্টবেঙ্গলের ঘরের মাঠ সল্টলেকে সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হবে। এদিকে, নতুন কোচ ব্রুজোর আগমনে ইস্টবেঙ্গল দলের খেলায় নতুন পরিবর্তন এসেছে, বিশেষ করে শেষ কয়েকটি এএফসি ম্যাচে। পারো এফসি, বসুন্ধরা এফসি এবং নেজমাহ স্পোর্টসের বিরুদ্ধে তালাল ও দিয়ামানতাকোসের পারফরম্যান্স সমর্থকদের মন জয় করেছে। তাই নিজেদের মাঠেই আজকের ম্যাচে পয়েন্টের খাতা খুলতে প্রস্তুত লালহলুদ ব্রিগেড।

কন্যাসন্তানের মা হলেন শ্রীময়ী, কাঞ্চনের নতুন সিনেমা দেখতে হাসপাতাল থেকেই শুভ সূচনা

মহমেডান স্পোর্টিং ক্লাবও শুরুতে দুর্দান্ত ফুটবল খেললেও সাম্প্রতিক কিছু ম্যাচে তাদের ছন্দপতন ঘটেছে। যদিও অ্যালেক্সিস গোমেজ ও ফ্র্যাঙ্কাদের লড়াই মন কেড়েছে কলকাতার ফুটবল প্রেমীদের, ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না দলটি। কোচ আন্দ্রে চেরনিসভ ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে ভোকাল টনিক বা উৎসাহ জুগিয়েছেন। আজকের ম্যাচে সাদা কালো সমর্থকদের সামনে জয় তুলে আনতে দল প্রস্তুত।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর