ইস্টবেঙ্গলের দুর্দান্ত জয়

ব্যুরো নিউজ ২ নভেম্বর :  টানা হারের পর  ঘুরে দাঁড়িয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ইস্টবেঙ্গল । কোচ অস্কার ব্রুজোর ছোঁয়ায় বদলে গেল লাল-হলুদ বাহিনীর ভাগ্য। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে নেজমেহকে ৩-২ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল তাদের নক আউট পর্বে জায়গা করে নিল। এই ম্যাচে জোড়া গোল করেন দিয়ামান্তোকোস, যা দীপাবলিতে সমর্থকদের মুখে হাসি ফুটেছে।

বন্ধুদের মসকরা শেষমেশ হয়ে উঠল এক বন্ধুর মৃত্যুর কারন, তরুণের অস্বাভাবিক মৃত্যুর পেছনের গল্প

ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ জেতা মোটেই সহজ ছিলনা

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের জন্য জয় পেতে কঠিন কিছু ছিল না, কিন্তু তারা সেই সহজ ম্যাচকে কঠিন করে ফেলল। প্রথমে তারা এগিয়ে যায় নেজমেহর বাবার আত্মঘাতী গোলের মাধ্যমে। পরে ১৪ মিনিটে নাওরেমের অ্যাসিস্টে গোল করেন দিয়ামান্তোকোস। কিন্তু দুগোলে এগিয়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গলের রক্ষণে সমস্যা দেখা দেয়।১৮ মিনিটে প্রথম গোল হজম করে ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে উড়ে আসা বলের ধারেকাছে পৌঁছতে পারলেন না হেক্টর। সেই সুযোগে গোল করে দেন কলিন্স। এরপর লাল-হলুদদের কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল, কিন্তু মাদিহ তালাল সহজ সুযোগটি মিস করেন। ৪২ মিনিটে ইস্টবেঙ্গল আবার দ্বিতীয় গোল হজম করে, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে।

ভাইফোঁটার প্রস্তুতিতে বাজারের ভিড়, উচ্ছ্বাসের মাঝেও দাম চড়া

ম্যাচের ৭৭ মিনিটে একটি পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলে এগিয়ে দেন দিয়ামান্তোকোস। কিন্তু শেষের দিকে নেজমেহ মরিয়া হয়ে ওঠে, যার ফলে ইস্টবেঙ্গলের গোলমুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সময় নষ্ট করতে গিয়ে গোলকিপার প্রভসুখন গিল হলুদ কার্ড দেখেন। ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হতেও হতে পারত তাকে। তবে কিছুটা সৌভাগ্যবশত ইস্টবেঙ্গল ও গিল দুজনেই রক্ষা পায়। অবশেষে ৩-২ গোলে জয় লাভ করে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ বাহিনী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর