durgapuja-tourism-north-bengal-rain-impacts

ব্যুরো নিউজ ৩০ সেপ্টেম্বর : এক ট্যুরিস্ট ব্যবসায়ীকে যোধপুর পার্ক থেকে এক ব্যক্তি ফোন করে নিজের পরিচয় দিয়ে বলেন দেবাশীষ চৌধুরী বলছি ,বললেন আমার প্যাকেজটা ক্যান্সেল হয়ে যাবে না তো ? কারণ টিভিতে দেখছি এত বৃষ্টি হচ্ছে এবং ধ্বস নেমেছে তাই ফোন করলাম আপনাকে। প্রথমে ব্যবসায়ী ভেবেছিলেন যে এই প্যাকেজটাও হয়তো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু তার কথা শুনে তিনি একটু অবাক হয়েই বসলেন।

মোহনবাগানের ইরান যাত্রা স্থগিত হল অনিশ্চয়তার কারণে

ঘুড়তে যাওয়ার আগ্রহের কাছে হার মানছে প্রাকৃতিক দুর্যোগও

উত্তরবঙ্গের বুকিং নিয়ে যে হুড়োহুড়ি সাধারণত থাকে, এ বছর তার কিছুটা কম। নিউ জলপাইগুড়ি যাওয়ার দূরপাল্লার ট্রেনগুলোর টিকিট বিক্রি দেখলে অন্য কথাই মনে হয়। জুলাইয়ে পুজোর বুকিং শুরু হতে না হতেই টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু তারপর পরিস্থিতি তেমন উদ্বুদ্ধ করেনি। হিমালয়ের অফ বিট লোকেশনগুলোতে হোটেল বা হোম স্টে নিয়ে আগ্রহের মাত্রা কমে গেছে।রবিবার রাত পর্যন্ত তেমন কোনো আতঙ্কজনক লক্ষণ দেখা যায়নি। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্রাট সান্যাল জানান, “এ বছর বুকিং কিছুটা কম। লাচেন প্রায় এক বছর বন্ধ এবং লাচুং গত তিন-চার মাস বন্ধ। এই কারণে সিকিমের পর্যটন মার খাচ্ছে।”

রাতের শহরে মহিলাদের নিরাপত্তার পরীক্ষাঃ এসিপি সুকন্যার সাহসী অভিযান

পর্যটন ব্যবসায়ীরা জানান, গত কয়েক দিন ওই দিকে বৃষ্টি নেই। আকাশ ঝকঝকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সম্পাদক অমিতাভ সরকার জানান, “ভ্রমণপিপাসুরা সতর্ক—তবে আতঙ্কিত নন। তারা ধীরে চলো নীতি নিয়েছেন।”অন্য দিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “পুজোয় বেড়াতে যাওয়ার জন্য যাত্রীদের চাপ এতটাই বেশি যে আমরা ৪০টা স্পেশ্যাল ট্রেন দিয়েছি।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর