dead body

ব্যুরো নিউজ ১৭ মে: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের এক নম্বর গেট সংলগ্ন জ্যোতিনগরে শুক্রবার সকালে উদ্ধার হল এক বস্তাবন্দি মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে পুলিশ জানিয়েছিল মৃত ব্যক্তি এক মহিলা, তবে পরে জানা যায় তিনি তৃতীয় লিঙ্গের। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার পরেই দমদম থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

স্থানীয়দের চোখে পড়ে আগুন, তারপরই রহস্য উদ্ঘাটন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। মিলিটারি ক্যাম্পের পাশের একটি খোলা জায়গায় নিয়মিত আবর্জনা ফেলা হয়। শুক্রবার সকালে ওই জায়গায় একটি বস্তা থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এগিয়ে গিয়ে দেখেন, বস্তার ভেতর থেকে একটি পা বেরিয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ বস্তাটি খুলে দেখে তার ভিতরে একটি মৃতদেহ রয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শুক্রবার সকালেই দেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, ব্যস্ত এলাকায় দিনের আলোয় কীভাবে কেউ এমন কাজ করে পালিয়ে যেতে পারল।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই আশপাশের বাড়িগুলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। সেই সঙ্গে স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা সমস্ত দিক থেকে তদন্ত করছি। আশা করি শিগগিরই দোষীদের চিহ্নিত করা যাবে।” এই রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, পুলিশি তৎপরতায় কিছুটা স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর