ব্যুরো নিউজ, ৩১ মে : আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই চালবিহীন মেট্রো ছুটবে। তবে সেটা কলকাতায় নয় বেঙ্গালুরুতে। প্রাথমিকভাবে এর জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে বিএমআরসিএল। সিংগন্যাল পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন থেকে। ডিসেম্বর মাসেই আরভি রোড থেকে বোমাসান্দ্রা রুটে, অর্থাৎ, ইয়েলো লাইনে চালকবিহীন ট্রেন ছুটবে বলে বেঙ্গালুরু মেট্রোর উর্ধ্বতন কর্তারা জানিয়েছেন।
আর্থিক প্রতারণার অভিযোগ সানি দেওলের বিরুদ্ধে
ট্রায়াল রানের পরেই চালু হবে পরিষেবা
বিএমআরসিএল সূত্রে খবর প্রথম দিকে ২০ মিনিট অন্তর এই লাইনে চালকবিহীন মেট্রো মিলবে। সব মিলিয়ে প্রথম দিকে মোট ৫৭টি মেট্রো চলবে বলে জানা যাচ্ছে। আপাতত একদিকেই চলবে এই মেট্রো। পরে দুদিকেই চালানো হবে বলে জানিয়েছে বিএমআরসিএল। এই ট্রেনগুলি চিনা সংস্থা, সিআরআরসি নানজিং পুজেন সরবরাহ করছে। বিএমআরসিএল সূত্রে জানা যাচ্ছে, সিগন্যালের পরীক্ষা ছাড়াও থার্ড রেলে পরীক্ষা হবে। ট্রেন কীরকম চলছে তাও খতিয়ে দেখা হবে। প্রথমে ধীর গতিতে মেট্রো চলানো হবে। তারপর ধীরে ধীরেগতি বাড়িয়ে মেট্রো চালানো হবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে চালকবিহীন মেট্রোর জন্য উৎসাহী সকলেই।