Doval-Sullivan Meeting

ব্যুরো নিউজ, ১৮ জুন : বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নতির স্বার্থে উদ্যোগী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই কারণেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলভান। বাণিজ্য, পড়াশোনা, গবেষণা নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে।

শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা অলকা ইয়াগনিক

বাণিজ্য, গবেষণা-সহ একাধিক বিষয়ে আলোচনা

উল্লেখ্য, ডোভাল এবং সুলিভান-এর মধ্যে আগামী পাঁচ বছরে গবেষণা ও উৎপাদন খাতে যৌথ খাতে ৯০ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এছাড়া স্বচ্ছ জ্বালানি, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য সুরক্ষা, অতিমারীর প্রস্তুতির মতো বিষয়ে গবেষণার ক্ষেত্রে ওই অর্থ ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ভারতের ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোশ্চরদের একসঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি অ্যাপেরচার ব্যাডার লঞ্চ করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। এছাড়া আমেরিকা এবং ভারত ল্যান্ড ওয়ারফেয়ার সিস্টেমের যৌথ উৎপাদন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে ওয়াইট হাউজ সূত্রে খবর।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর