ব্যুরো নিউজ ১০ অক্টোবর : এই দুর্গা পুজোর সময় ডোনা গঙ্গোপাধ্যায় লন্ডনে রয়েছেন। তার নাচের দলের পুজো স্পেশাল অনুষ্ঠানের জন্য সেখানে অবস্থান করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। এই সময় সানা গঙ্গোপাধ্যায়ও তার সঙ্গে রয়েছেন। ষষ্ঠীর রাতে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ডোনা, যেখানে তিনি ধূসর রঙের শাড়িতে সোফার পাশে বসে আছেন এবং সানা লাইট পিঙ্ক শাড়িতে তাঁর কাঁধে হাত রেখে ছবিটি তুলেছেন।
চাপের মধ্যেও ঠান্ডা মাথার তারকা হলেন রিঙ্কু সিং
ট্রোলের শিকার হয়েছে ডোনা গাঙ্গুলিকে
ডোনা ইনস্টাগ্রামে ইংল্যান্ডের ক্যামডেন টাউনে নৃত্য পরিবেশনের দুটি ভিডিও শেয়ার করেছেন। এর মধ্যেই বর্ধমানে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কথা বলার সময়, ক্যাজুয়ালি তার মুখ থেকে বেরিয়ে আসে ‘রেপ-টেপ’। ৩১ বছরের তরুণী চিকিৎসক আরজি করের নৃশংস মৃত্যুর কারণে বাংলার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়, এবং ডোনার মন্তব্য সেই ক্ষোভে আরো বাড়তি আগুন লাগায়।এরপর থেকেই ডোনাকে বিভিন্ন জায়গায় সমালোচনা করা হয়। এদিকে, একটি মেইলের স্ক্রিনশট ভাইরাল হয়, যা দাবি করে ইংল্যান্ডের একটি বাঙালি প্রতিষ্ঠানের পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে ডোনার নাচের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওই মেইলে উল্লেখ ছিল যে মহালয়ার দিন সবার ভাবাবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মহালয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ডোনার অনুষ্ঠান বাতিল হয়েছে।
শীতকালে বেড়িয়ে আসুন নৈনিতালের খুব কাছের এই হ্রদটিতে
বর্তমানে, লন্ডনের বিভিন্ন শহরে ডোনা ও দীক্ষা মঞ্জুরির পারফর্মেন্স চলছে। আরজি কর কাণ্ডের পর সানা গঙ্গোপাধ্যায় কলকাতায় এসে প্রতিবাদ মিছিলে অংশ নেন। ব্যক্তিগত কাজে কলকাতায় এসে তিনি নির্যাতিতার বিচারের দাবিতে আওয়াজ তুলতে দেখা যায়। মিছিল শেষে, বাবার সঙ্গে নির্যাতিতার প্রতীকি আবয়বের সামনে মোমবাতিও জ্বালান।