আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিন্তু উৎসবের আনন্দকে কিছুটা ম্লান করে দিতে পারে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই বছর দুর্গাপূজাতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, যা পুজোর দিনগুলিতেও জারি থাকতে পারে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে পূজার কেনাকাটা থেকে ঠাকুর দেখা, সব কিছুতেই ছাতা আপনার সঙ্গী হতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করবে। এই নিম্নচাপের প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

শূন্য জিএসটি, পুজোর আগে চমক!

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্র এবং নদী সংলগ্ন অঞ্চলে সতর্কতা অবলম্বন করা জরুরি।

অন্যদিকে, উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস কিছুটা স্বস্তিদায়ক। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে সপ্তাহান্তে দার্জিলিঙে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Brain Eating Amoeba : কেরালার পর পশ্চিমবঙ্গেও মস্তিষ্ক-খেকো জীবাণু , সচেতনতার বার্তা

সার্বিকভাবে, এই বছর পূজার দিনগুলোতে দক্ষিণবঙ্গবাসীকে আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পূজার কেনাকাটা বা ঠাকুর দেখতে বেরোনোর আগে আবহাওয়ার খবর জেনে নেওয়া জরুরি। তবে বৃষ্টি হলেও উৎসবের আমেজ যেন নষ্ট না হয়, সেই কামনা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর