Dilip Ghosh_TMC Tactics

 

ব্যুরো নিউজ, ৫ মে: হেলিকপ্টারে করে প্রচারে যাওয়া নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রবিবার সকালে অঙ্গদপুরের কেমিক্যাল কারখানা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন দিলীপ ঘোষ। তখনই সাংবাদিকদের মুখোমুখি হয় তৃণমূল নেত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে ছিল তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন। ওখানে হারিয়েছি। এখন বর্ধমানে এসেছেন ঘাঁটি গেড়েছেন, হারাব। আমরা স্টেশনে যেমন সাইকেল রাখি, উনি তেমন হেলিকপ্টার রেখেছেন। যাই রাখুন বর্ধমানের মানুষ কেউ ভোট দেবে না।’

তাপস রায়ের অনুগামীদের ওপর হামলার অভিযোগ

দিলীপের নিশানার জুন মালিয়াও

চাকদহের সভা থেকে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘কোন দেশ নিঃশর্ত নাগরিকত্ব দিয়েছে? সেই লোকটা কোথা থেকে এসেছে, সে সন্ত্রাসবাদী কি না আমরা জানব না?’ সঙ্গে তিনি আরো বলেন, ‘যে তিনটে দেশের কথা বলা হয়েছে, সেই তিনটে দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে সেখানের সংখ্যালঘুদের। কেউ যদি রাশিয়া থেকে এসে কেউ বলেন, তাঁদের তো আর নাগরিকত্ব দেওয়া হবে না। সেই জন্য কোথা থেকে এসেছে জানাও। পেয়ে যাবে বাংলাদেশ থেকে এলে?’

 

অন্যদিকে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, দিলীপ ঘোষ পাঁচ বছরের সেখানকার মানুষদের জন্য কোনও আওয়াজই তোলেননি। এর পাল্টা জবাব দিয়ে জুন মালিয়াকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি জানেন সংসদটা কোথায় ? বিধানসভাটা ভালো করে জানুন। ওনাকে তো টিভিতেও আর দেখা যায় না। কীসের অভিনয় করেছেন কেউ জানেন না। আর ওঁকে দেখতেও পাওয়া যায় না’। ভোটের মাঝেই প্রার্থীদের তরজায় স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য- রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর