ব্যুরো নিউজ, ১ জুন : এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরে দেখছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। আর তাতেই তাঁর সামনে আসে বুথে বুথে ছাপ্পা ভোটের ঘটনা। অভিজিৎ দাস অভিযোগ করেন, বুথ কেন্দ্রের জানালা দিয়ে ইভিএম মেশিন দেখা যাচ্ছে। বুথে বুথে এভাবে ছাপ্পা ভোট করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জিত নিশ্চিত করতে চাইছে বলেও সরব হন তিনি। হস্তক্ষেপে পৌঁছয় কিউআরটি টিম।
সালমানের বাড়িতে হামলার অভিযোগে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
তবে বিভিন্ন বুথ ঘুরে দেখতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েন তিনি। কেন্দ্রীয় বহিনী বা কুইক অ্য়াকশন টিম না পৌছনোয় ডায়মন্ড হারবারের দিঘিরপাড় বাজারে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চএ বিক্ষোভ। তবে দ্রুত পদক্ষেপ করেন জননেতা শুভেন্দু অধিকারী। তাঁর হস্তক্ষেপে পৌঁছয় কিউআরটি টিম।
এদিকে ফলতায় ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ দাস। আর সেখানে যেতেই তাঁকে ঘিরে ফের বিক্ষোভ। এমনকি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় তাঁর উদ্দেশ্যে। এই বিষয়ে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের দাবি, এই সব অঞ্চলে পঞ্চায়েত ভোটই হয় না। তাই ছাপ্পা ভোট বন্ধ করতেই ফলতায় গিয়েছেন তিনি।
বুথেই ৩ পুরুষ এজেন্টের হেনস্থা সূর্যকান্ত মিশ্রর মেয়েকে! মত্ত অবস্থায় ছিলেন বাম নেত্রী, পাল্টা দাবি!
এছাড়াও তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে চাকরি চলে যাবে। এভাবে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ছাপ্পা ভোট করিয়ে অভিষেক এখানে জিতছে, আর বলছে ৩ লক্ষ-৪ লক্ষ ভোটে জিতছি।