ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : রাজ্যে শীতের শুরুতে ডেঙ্গি এবং ম্যালেরিয়া সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী গত দু’দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক স্বাস্থ্য কর্মীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ছাড়িয়েছে।
ইস্টবেঙ্গলের আইএসএলে প্রথম জয়, কোচ ব্রুজ়োর প্রশংসায় ফুটবল দল
অনেকেই আক্রান্ত চিকুনগুনিয়ায়
গত কিছুদিনে গড়িয়ার এক বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গির কারণে। তিনি স্বাস্থ্য দফতরের কর্মী ছিলেন। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি থাকা উত্তর ২৪ পরগণার দুই রোগীও ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে রাজ্যে মোট ২৮ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়া ছড়ানোর খবরও পাওয়া যাচ্ছে। রাজ্যের ৮টি জেলায়, যেমন আলিপুরদয়ার, মালদহ, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণপুরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি।পুজোর সময়েও ডেঙ্গির পাশাপাশি চিকুনগুনিয়া আতঙ্ক ছড়ায়। পুজোর আগে থেকেই মালদহ এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে অজানা জ্বরের উপদ্রব শুরু হয়। প্রথমে সাধারণ জ্বর ভেবেছিলেন অনেকেই, কিন্তু পরবর্তীতে রক্ত পরীক্ষা করে জানা যায়, অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত।
তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’, জারি চূড়ান্ত সতর্কতা
এখন, মশাবাহিত রোগগুলির বিরুদ্ধে সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম চালু করা হয়েছে। স্বাস্থ্য দফতর জনগণকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে, বাড়ির আশেপাশে জমা জল না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং রাতে মশারি ব্যবহার করার কথা বলা হচ্ছে। এছাড়া, হাত-পা ঢাকা দেওয়া জামা পরার পরামর্শও দেওয়া হচ্ছে।