ব্যুরো নিউজ ২ অক্টোবর :দিল্লি পুলিশের তৎপরতায় একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছে। এই অভিযানে উদ্ধার হয়েছে ৫০০ কেজি কোকেন, যার আন্তর্জাতিক বাজার মূল্য অন্তত ২ হাজার কোটি টাকা। দক্ষিণ দিল্লির বিভিন্ন স্থানে চালানো তল্লাশি অভিযানের সময় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ ছাড়াও, মাদক পাচারের সঙ্গে জড়িত ৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুজোর আগে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতর
কি উদ্ধার হল জানলে চমকে উঠবেন
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা দক্ষিণ দিল্লিতে অভিযান চালায়। ওই সময়ে তাদের নজরে আসে বিপুল পরিমাণ কোকেন। পুলিশের দাবি, দিল্লিতে এত বড় পরিমাণ কোকেন উদ্ধার হওয়ার ঘটনা এই প্রথম। গোটা ঘটনার পিছনে একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, এই আন্তর্জাতিক মাদক চক্রটি দিল্লির বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে মাদক সরবরাহ করে আসছিল। এই বিশাল কোকেনের চালানও তারা নিয়ে এসেছে। গ্রেপ্তারকৃত চার অভিযুক্তের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।দেশে বর্তমানে উৎসবের মরসুম চলছে, তাই পুলিশ মনে করছে অপরাধীরা দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারীরা ধারণা করছেন, এর সঙ্গে একটি বিরাট মাদক চক্র জড়িয়ে রয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের নেটওয়ার্ক ধরার চেষ্টা করছেন, যাতে জানা যায় এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছে এবং এর উদ্দেশ্য কী।
ইরানের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যঃ মোহনবাগানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সম্প্রতি দিল্লির বিভিন্ন স্থানে মাদক কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। গত রবিবার দিল্লির তিলক নগর এলাকায় দুই আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়, যাদের কাছ থেকে ৪০০ গ্রাম এবং ১৬০ গ্রাম মাদক উদ্ধার করা হয়। একই দিনে দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছিল ১৬৬০ গ্রাম মাদক, যার বাজার মূল্য ছিল ২৪ কোটি টাকা।