ব্যুরো নিউজ, ৩০ মে: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধান নগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। তবে এই প্রথম তলব নয়। অনেক আগে থেকেই কেন্দ্রীয় এজেন্সির নজরে সাংসদ অদিতি মুন্সীর স্বামী তথা কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গত বছর নভেম্বরেই দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় CBI. এমনকি তাঁর দুটি বাড়িতেই সিবিআই অভিযান চালায়। তাঁকে জিজ্ঞাসাবাদও করে আধিকারিকরা। এছাড়াও বাড়ির দোতলায় থাকা অদিতি মুন্সীর স্টুডিওতেও তল্লাশি চালায় আধিকারিকরা।
ED স্ক্যানারে অভিনেত্রী ঋতুপর্ণা! রেশন দুর্নীতি মামলায় তলব
এর আগেও একাধিকবার তলব করা হয় তৃণমূল যুব নেতাকে। সে সময় হাজিরাও দেন তিনি। এমনকি তিনি এজেন্সিকে তদন্তে সহযোগিতা করার কথাও বলেছিলেন। তবে গতকাল সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল দেবরাজ চক্রবর্তীর। কিন্তু আগেরবারগুলিতে হাজিরা দিলেও এবার যথারীতি হাজিরা এড়িয়ে যান তিনি।

আগামী ১ জুন শেষ দফায় নির্বাচন। আর সেদিন যাদবপুর, দমদম, কলকাতা, বারাসাতের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ভোট গ্রহন। তাই তাঁর আগে নির্বাচনী কাজে যথেষ্টই ব্যাস্ত তিনি। ফলত তিনি হাজিরা দিতে পারবেন না। কিন্তু ভোটের ফলাফলের পর অর্থাৎ ৪ জুনের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে জানান। আইনজীবী মারফত এমনই এক চিঠি তিনি সিবিআইকে দিয়েছেন বলে জানা গিয়েছে।




















