Debangshu On TMC

ব্যুরো নিউজ, ৭ জুন: তমলুকে এবার দুই ফুলের হাড্ডা হাড্ডি লড়াই দেখেছে বঙ্গবাসী। সকাল থেকেই টান টান উত্তেজনা, জয়ের দৌড়ে কখনও আগে বেড়িয়ে যেতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। আবার কখনও সেই দৌড়ে দেবাংশুকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শেষ হাসিটা অবশ্য হেসেছে গেরুয়া শিবিরই। তবে প্রথমবার নির্বাচন লড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য।

সংসদের গেটের কাছ থেকে আটক ৩ সন্দেহভাজন! উদ্ধার জাল পাসপোর্ট, আধার কার্ড

তাঁর কথায়, এবারের ভোট লড়তে গিয়ে তিনি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ময়দানে নেমে তিনি দেখেছেন, তার দলের অনেকেই এমন রয়েছেন যারা দুই নৌকায় পা দিয়ে চলছেন। আর তার প্রভাব ভোটের ফলাফলের ওপর পড়াটাও স্বাভাবিক বলেই মনে করছেন দেবাংশু। ফলে ভোটের অভিজ্ঞতা তার ভালই। অনেক মানুষের আশীর্বাদ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

BJP Helpline

আর ময়দানে নেমে তিনি দু নৌকায় পা দিয়ে চলা মানুষদের চিহ্নিত করতে পেরেছন বলে তার বক্তব্য। তবে এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না। তবে তিনি এও বলেন গোটা বিষয়টি ইতিমধ্যেই তিনি দলকে জানিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর