ব্যুরো নিউজ, ২৪শে ডিসেম্বর ২০২৫ : আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের রাশিফল ,
মেষ (Aries)কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির যোগ প্রবল। বন্ধুদের সাথে মনোমালিন্য মিটে যাবে।
বৃষ (Taurus)কর্মজীবনে উন্নতির যোগ। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। সামাজিক সম্মান বাড়বে।
মিথুন (Gemini)ভাগ্য আজ আপনার সহায়। উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
কর্কট (Cancer)সাবধানে চলাফেরা করুন। অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।
সিংহ (Leo)দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে।
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক
কন্যা (Virgo)শত্রু বিড়ম্বনা থেকে মুক্তি। দীর্ঘদিনের কোনো শারীরিক কষ্ট কমতে পারে। আইনি কাজে জয়লাভ।
তুলা (Libra)প্রেম ও রোমান্সের জন্য দারুণ দিন। সৃজনশীল কাজে সফল হবেন। সন্তানদের নিয়ে চিন্তা কমবে।
বৃশ্চিক (Scorpio)মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা কমবে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। যানবাহন কেনাবেচার জন্য শুভ সময়।
ধনু (Sagittarius)আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভ্রমণ হতে পারে।
মকর (Makara)আজ চাঁদ আপনার রাশি থেকে কুম্ভে যাচ্ছে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে দিনটি লাভজনক। মধুর বাক্যে সকলের মন জয় করবেন।
Rashifal: সাপ্তাহিক রাশিফল ২০শে ডিসেম্বর – ২৭শে ডিসেম্বর , ২০২৫
কুম্ভ (Kumbha)আজ মানসিক শান্তি ফিরে আসবে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য আদর্শ দিন। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে।
মীন (Pisces)খরচ কিছুটা বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে যোগ দিতে পারেন। রাতে ভালো ঘুমের সম্ভাবনা।


















