ব্যুরো নিউজ ২৬ অক্টোবর ২০২৫ : ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) ঘূর্ণিঝড় ‘মন্থা’র আগমন উপলক্ষে সতর্কতা জারি করেছে, যার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ‘মন্থা’ (যার অর্থ সুন্দর বা সুগন্ধি ফুল) সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত না হানলেও, এর প্রভাবে আগামী সোমবার (অক্টোবর ২৭) থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (MeT)।
ল্যান্ডফল এবং বাতাসের গতি
আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার (অক্টোবর ২৮) সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে মাছলিপত্তনম (Machilipatnam) এবং কলিঙ্গপত্তনমের (Kalingapatam) মাঝে কাকিনাড়া (Kakinada) অঞ্চলের কাছে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে পারে।
- সর্বোচ্চ বাতাসের গতি: ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
পশ্চিমবঙ্গের উপর প্রভাব ও জেলাভিত্তিক পূর্বাভাস
আবহাওয়ার কর্মকর্তা সৌরিশ ব্যানার্জি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও, এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে।
দক্ষিণবঙ্গ
- সোমবার (অক্টোবর ২৭): দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দু’এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
- মঙ্গলবার (অক্টোবর ২৮): দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- বুধবার (অক্টোবর ২৯): উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
- বৃহস্পতিবার (অক্টোবর ৩০) ও শুক্রবার (অক্টোবর ৩১): দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গ
- উত্তরবঙ্গে আপাতত বজ্রঝড়ের সম্ভাবনা কম। তবে, আগামী সাত দিনে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে।
সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে।
- সমুদ্রের অবস্থা: অক্টোবর ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অশান্ত থাকবে।
- ঝড়ো বাতাস: এই সময় উপকূল এলাকায় ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যার গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
- মৎস্যজীবীদের পরামর্শ: মৎস্যজীবীদের অক্টোবর ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন, তাঁদের সোমবার (অক্টোবর ২৭)-এর মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
তাপমাত্রা ও ঘূর্ণিঝড়ের নামকরণ
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি), এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি)।
‘মন্থা’র নামকরণ
একটি ঘূর্ণিঝড়কে তখনই একটি নাম দেওয়া হয় যখন এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার (বা ৩৪ নট) বা তার বেশি হয়। ‘মন্থা’র নামটি ডব্লিউএমও/এসক্যাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস (পিটিসি) দ্বারা ২০২০ সালের এপ্রিলে চূড়ান্ত করা তালিকা থেকে নেওয়া হয়েছে। এই তালিকাটি সদস্য দেশগুলির দ্বারা ব্যবহৃত হয় এবং নয়াদিল্লির আরএসএমসি (RSMC) কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করে থাকে।



















