Curd For Hair

ব্যুরো নিউজ, ৫ জুলাই : চুলের যত্নে টক দই এর ব্যবহার। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই। চুলের যত্নে টক দই কিন্তু একটি কার্যকরী উপাদান। চুলের পরিচর্যায় টক দই ব্যবহার করা যেতে পারে। এতে চুল যেমন কোমল থাকে তেমন চুল সতেজ থাকে। চলুন দেখে নেওয়া যাক চুলের যত্নে কিভাবে টক দই ব্যবহার করা যেতে পারে।

কনুইয়ের কালচে ভাব দূর করতে এই টিপসগুলি মেনে চলুন

চুল যেমন সতেজ থাকবে তেমন কোমলও হবে

চুলের যত্নে অনেকেই চুলে মেহেন্দি লাগান। এক্ষেত্রে মেহেন্দি যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ যদি টক দই মেহেন্দির সঙ্গে মিশিয়ে চুলে লাগান তাহলে চুল বেশ কোমল হবে।

চুল সিল্কি করতে চাইলেও ব্যবহার করতে পারেন টক দই। সেক্ষেত্রে একটা টক দই এক টেবিল চামচ মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। মিনিট ১৫ মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন।

চুলের ঘনত্ব বাড়াতে চাইলে সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগাতে পারেন। এর জন্য প্রথমে একটি ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে তার সঙ্গে আধ কাপ টক দই ও এক টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেটি ভালো করে চুলে লাগিয়ে নিন। আধ ঘন্টা রেখে করে ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর