LEFT

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: হুড খোলা গাড়িতে করে নয়, এমনকি পায়ে হেঁটেও নয়, বরঞ্চ মুখ্যমন্ত্রীর সবুজ সাথীর সাইকেল নিয়েই ভোট ময়দানে সেলিম।

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

হুড খোলা গাড়িতে চেপে বা জিপে করে আবার কখনও পায়ে হেঁটেই ভোটের প্রচারে নেমে জনসংযোগ করতে দেখা যায় জনপ্রতিনিধি – প্রার্থীদের। তবে এবার প্রচারে অন্য পথে হাঁটলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি-পাজামা পরে দিব্যি সাইকেল চালাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, নিচ্ছেন খোঁজ- খবর। সবই ঠিক আছে। তবে সকলের প্রশ্ন একটাই। বিরোধী পক্ষ হয়েও, মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথীর সাইকেল নিয়েই কেন প্রচারে নেমেছেন বাম নেতা?  আর এই প্রশ্নই তুলেছে শাসকদল।

আর এ বিষয়ে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান বলেন, সিপিএম-এর নেতা রা অনেক বড় বড় কথা বলেন। বিনা পয়সায় মমতা বন্দ্যোপাধ্যায় চাল দিলেও কোনও সিপিএম নেতা কিন্তু তা ত্যাগ করেননি। আর এখন মহম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথীর সাইকেলে চেপে ভোটের প্রচার করছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর