ব্যুরো নিউজ, ৫ এপ্রিল: লোকসভা নির্বাচনে বামেরা এখনো সব আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম কাকে প্রার্থী করবে সেই নিয়ে বিস্তর জল্পনা চলছিল। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটল। এদিম আরো চার আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। সেই তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবার কেন্দ্রে তরুণ মুখ প্রতিকুর রহমানকে প্রার্থী করা হয়েছে।
আরও চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের
সরকারের তরফে নয়া উদ্যোগ! এবার বাড়ি বসেই দিতে পারবেন ভোট! কাদের জন্য এই নিয়ম?
উল্লেখ্য, বৃহস্পতিবারই আইএসএফ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকিকে সরিয়ে আইনজীবী মজনু লস্করকে প্রার্থী করেছে। প্রতিকুর প্রাক্তন এসএফআই-এর রাজ্য সভাপতি। এখন সিপিএম রাজ্য কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত প্রতিকুর। তাঁর আরো একটি প্লাস পয়েন্ট হল প্রতিকুর ডায়মন্ড হারবারের বাসুলডাঙার ছেলে। সুতরাং এই কেন্দ্রে এবার লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না।
এর পাশাপাশি ব্যারাকপুরে অর্জুন সিং, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি এর আগেও বিধানসভা নির্বাচনে লড়েছেন। ঘাটাল কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তপন গঙ্গোপাধ্যায়, বারাসতে লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ। অন্যদিকে, বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।