College Admission aplication rule

ব্যুরো নিউজ, ১৯ জুন : পোর্টালে করা যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, নয়া পদ্ধতি চালু করছে শিক্ষাদফতর।

অবশেষে ED দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা, চলছে জিজ্ঞাসাবাদ

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াতেও একাধিকবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। যা নিয়েও একাধিকবার জলঘোলা হয়েছে। আর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াতে স্বচ্ছতা আনার লক্ষ্যে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর। আগামী ২৪ শে জুন থেকে এই নতুন পদ্ধতি চালু করবে শিক্ষাদফতর। বুধবার এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

BJP Helpline

এই পোর্টালে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে। রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে স্নাতক স্তরে ৭২১৭টি কোর্সে ভর্তির জন্য দেশের যে কোনও প্রান্ত থেকে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

মক্কায় ৫৫০ জন হজ যাত্রীর মৃত্যু! প্রশাসনের তরফে সতর্ক বার্তা

তবে এই পোর্টালের মাধ্যমে যেই সকল কলেজে আবেদন করা যাবেনা সেগুলি হল- যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, বিএড, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফ্টস, নৃত্য, সঙ্গীত কলেজের কোর্সে ভর্তির ক্ষেত্রে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে না। এই পোর্টালে প্রথম পর্যায়ে ভর্তির আবেদনের শেষ তারিখ ৭ জুলাই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর