chinese-garlic-smuggling-india

ব্যুরো নিউজ,১৩ সেপ্টেম্বর:নেপাল থেকে ভারতে পাচার করা হচ্ছিল ১৪০০ কুইন্টাল চিনা রসুন। উত্তরপ্রদেশের মহাকাজগঞ্জে শুল্ক দফতরের আধিকারিকরা  চীনা রসুনের পাচার আটকাতে সক্ষম হন এবং রসুন বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর,চীনা রসুন একেবারেই বাজারের  রসুনের মতোই দেখতে, দুটিকে আলাদা করা কঠিন। কিন্তু চিনা রসুন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, কারণ এতে কৃত্রিমভাবে প্রাণঘাতী ছত্রাক যোগ করা হয়।

বিরাট-অনুষ্কার প্রেমের কাহিনীতে সবচেয়ে বড় চমক কী ছিল?

মাটির নীচে চীনা রসুন

ভারতের বাজারে চীনা রসুন ছড়িয়ে পড়লে তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, এই আশঙ্কায় শুল্ক দফতর রসুন পাচারের ওপর কড়া নজরদারি শুরু করেছে। ভারত-নেপাল সীমান্তে আটক হওয়া ১৪০০ কুইন্টাল চীনা রসুন শুল্ক দফতর  মাটির নীচে পুঁতে দিয়েছে।কিন্তু মাটির নীচে চীনা রসুন পুঁতে দেওয়ার  পর স্থানীয় বাসিন্দারা ওই রসুন সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজ্যসভায় পদত্যাগ: জহর সরকারের চিঠি ও মমতার বিরুদ্ধে প্রতিবাদ

গত কয়েক মাসে শুল্ক দফতর নেপাল থেকে ভারতে  চীনা রসুন পাচারের চেষ্টা আটকাতে বেশ কয়েকবার সক্ষম হয়েছে। কিন্তু, চিনা রসুন স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব জানার পরেও কেন যথাযথভাবে  রসুন গুলি নষ্ট করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর