ব্যুরো নিউজ,২২আগস্ট:আরজিকর এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর এবার শোনা যাচ্ছে সাড়ে তিন বছরের শিশুকে স্কুলে যৌন নির্যাতনের অভিযোগ।মহারাষ্ট্রের থানের কিন্ডারগার্ডেন স্কুলে এই দুই শিশু পড়াশুনা করতো। আর পুলিশের কাছে এই অভিযোগ লেখাতে গিয়ে ১১ ঘন্টা বসিয়ে রাখা হয় তাদের। দুই শিশুর অভিভাবক ও বিক্ষুব্ধ জনতা স্কুলে ভাঙচুর করে এবং অপরাধীর ফাঁসি চায়। এই ঘটনার জন্যই রেল অবরোধ করা হয় ঘন্টার পর ঘন্টা। আর এই পরিস্থিতিকে সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।
কেন্দ্র বন্ধ করল বিদ্যুৎ আধুনিকীকরণের টাকা
শিশুর যৌন নির্যাতনের অভিযোগ লেখাতে নারাজ পুলিশ
ভারতের সবচেয়ে নোংরা রেল স্টেশন গুলির নাম জানেন? দেখে নিন তালিকা
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার বাদলপুরে। স্কুলের এক পরিচালক দুই শিশুকে যৌন নির্যাতন করে এমনটাই জানা যায়। একটি বাচ্চার বয়স ছিল সাড়ে তিন বছর ও আরেকটি বাচ্চার বয়স ছিল চার বছর। এই ঘটনাটি ঘটে ১৩ ই আগস্ট। কিন্তু তার অভিভাবকরা জানতে পারেন পরের দিন যখন ওই দুটি নির্যাতিত শিশু স্কুলে যেতে ভয় পায়। একটি শিশুর মুখে স্কুলের দাদার কীর্তির কথা শুনে তার বাবা মা তড়িঘড়ি করে হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যান। হাসপাতাল মেডিকেল রিপোর্ট সূত্রের খবর, জানা যায় যে শিশুটির যৌনাঙ্গের হাইমেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা শুনে চার বছরের শিশুটির অভিভাবক সঙ্গে সঙ্গে মেডিকেল টেস্ট করাতে যান এবং সেই শিশুটির সঙ্গেও ঠিক এইরকম ঘটনাটি ঘটেছে জানা যায় রিপোর্টে।
RG Kar case: কোথায় লুকিয়ে রহস্য? নির্যাতিতার সঙ্গে ডিনার ৪ চিকিৎসকের,গোপন জবানবন্দি চাইছে সিবিআই
১৬ ই আগস্ট যখন ওই দুটি শিশুর অভিভাবক পুলিশকে অভিযোগ জানাতে যায় তখন তাদেরকে প্রায় ১১ ঘন্টা বসিয়ে রাখা পর তাদের এফআইআর নেয় পুলিশ।নির্যাতিতা শিশুর অভিভাবকদের অভিযোগ, তারা যখন পুলিশকে ঘটনাটি জানায় তখন পুলিশ বিশ্বাস করতে চাইছিল না। সেখানে তাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে এরপর শেষমেশ তাদের অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ।
Supreme Court: হতবাক বিচারপতিরা!মমতার সরকার,পুলিশের কাজে অবাক,সুপ্রিম প্রশ্নে ঘাম ঝরছে রাজ্যের
মহারাষ্ট্রের বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তি বিষয়টি জানার পর বলেন যে, সাড়ে তিন বছরের ও চার বছরের শিশুদের সঙ্গে এমন ঘৃণ্য অপরাধ হয়েছে তারপরে তাদের পরিবারেরকে ১১ ঘন্টা বসিয়ে রেখেছে পুলিশ অভিযোগ লেখাতে ।কোন মানবিকতা বোধ নেই কি তাদের ? তিনি পুলিশ কমিশনের সঙ্গে কথা বলছেন।যে মহিলা পুলিশ কর্মী এই অভিযোগ নিতে দেরি করেছেন তাকে সাসপেন্ডের করার দাবি জানিয়েছেন।
২৩ বছর বয়সী অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সাসপেন্ড করা হয়েছে তিন পুলিশ কর্মীকে যারা অভিযোগ লেখেনি।স্কুলের প্রিন্সিপাল , ক্লাস টিচার ও একজন পরিচালককে সসাসপেন্ড করা হয়েছে।এরপর পুলিশ এই বিষয়টি বিশেষভাবে তদন্ত করে খতিয়ে দেখছে।