ব্যুরো নিউজ, ১০ মার্চ: রবিবার ভোরে দিল্লীতে দুর্ঘটনা। গভীর বোরওয়েলের মধ্যে পড়ে গিয়েছে শিশু। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি গাড়ি।
ভোর রাতে ভয়াবহ বিপত্তি
এক নজরে দেখেনিন ৪২ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা
ভোররাতে বিপত্তি। দিল্লির জল বোর্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পড়ে গেল শিশু। জানা গিয়েছে ওই বোরওয়েলটি ৪০ ফুট গভীর। ঘটনায় দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে খবর মেলে যে এক ব্যক্তি পড়ে গিয়েছে ওই বোরওয়েলে। কিন্তু ঘটনাস্থলে এসে দেখা যায় যে ওই বোরওয়েলে একটি শিশু পড়ে গিয়েছে। ডিএসএফ প্রধান অতুল গর্গ জানান, “দ্রুত দমকলের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ( এনডিআরএফ) ঘটনাস্থলেই রয়েছে ৷ উদ্ধারকার্য চলছে “।
#WATCH | Delhi Minister Atishi arrives at the site where a person fell into a 40-foot-deep borewell inside the Delhi Jal Board plant near Keshopur Mandi earlier this morning. Operations are underway to rescue him. pic.twitter.com/A27z1jp9yK
— ANI (@ANI) March 10, 2024
পাশাপাশি পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, “রাতে বিকাশপুরী থানায় একটি ফোন আসে ৷ তখনই জানানো হয়, দিল্লির কেশোপুরে জল বোর্ড অফিসের বোরওয়েলে একজন পড়ে গিয়েছে ৷ ঘটনায় দমকল বাহিনী-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷
তবে এমন ঘটনা নতুন নয়। এর আগে গত ডিসেম্বরে ভুবনেশ্বরে ২০ ফুট গভীর একটি পরিত্যক্ত পাইপের মধ্য়ে একটি সদ্যোজাত শিশু পড়ে যায় ৷ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ওই সদ্যোজাতকে নিরাপদে উদ্ধার করা হয় ৷