child death

ব্যুরো নিউজ, ২৮ মে : চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক হাসপাতালের বিরুদ্ধে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতে তাণ্ডব দেখিয়েছে রেমাল। দুর্যোগের জেরে বিপর্যস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা। আর এই দুর্যোগের মাঝেই শ্বাসকষ্ট শুরু হয় খানসাহেব আবাদ এলাকার একমাসের শিশুকন্যার। দিশেহার হয়ে অভিভাবকরা ছোট্ট শিশুকে সাগর ব্লক হাসপাতালে নিয়ে যান।

চিন্তা বাড়ছে কেজরিওয়ালের! ১ জুনের পড়েই কি ফিরতে হবে তিহাড়ে?

অভিযোগ সাগর ব্লক হাসপাতালের বিরুদ্ধে

পরিবারের অভিযোগ সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। পরে চিকিৎসকরা এলেও হাসপাতালে বিদ্যুৎ বিছিন্ন থাকায় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। ফলে ক্রমশই শিশুটির অবস্থার অবনতি হতে থাকে জেনারেটর চালিয়ে অক্সিজেন যতক্ষণে দেওয়া শুরু হয় ততক্ষণে একরত্তি শিশুটি মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

BJP Helpline

মধ্যরাতে বিপর্যয়! আস্ত পাহাড় ধসে বিপর্যস্ত গোটা গ্রাম! মৃতের সংখ্যা ২ হাজারেরও বেশি

পরিবারের অভিযোগ রেমালের সতর্কতা আগে থেকেই জারি করা হয়েছিল। তাহলে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কেন এরকম গাফিলতি? সঠিক সময় জেনারেটর চালিয়ে অক্সিজেনের ব্যবস্থা করলে হয়তো শিশুটি প্রাণে বেঁচে যেত, এমনটাই দাবি পরিবারের। পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছি শিশুটির। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দায় ঝেরে ফেলে জানিয়েছেন, শিশুটিকে মুমুর্ষ অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর