charles controvercy

ব্যুরো নিউজ, ১৭ মে : রানি দ্বিতীয় এলিজাবেথ- এর পর সিংহাসন পান তার ছেলে চার্লস। গত বছরের মে মাসের ৬ তারিখ তাঁর রাজ্যভিষেক হয়। বছর খানেক পরেই গত মঙ্গলবার নিজের প্রথম প্রতিকৃতির উদ্বোধন করেন রাজা চার্লস। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা।

পাকিস্তানের সংসদে ক্ষোভ! ভারতের উত্থানের গাথা গেয়ে নিজের দেশকে তুলোধোনা করলেন পাকিস্তানি সাংসদ

সম্প্রতি রাজা চার্লস-এর যে প্রতিকৃতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, রাজা চার্লস-এর চার দিকে লাল রং। এক ঝলক দেখলে মনে হবে তিনি যেনও লাল রং-এর রক্তের সমুদ্রের মাঝে দাড়িয়ে রয়েছেন। তাঁর গায়ে রয়েছে, ওয়েলশ গার্ডদের উর্দি। কারন ১৯৭৫ সালে এই বাহিনীতেই কর্মরত ছিলেন প্রিন্স অফ ওয়েলশ।

ইডির উদ্ধার করা টাকা বিলিয়ে দেওয়া হবে গরিবদের? ঠিক কি বললেন মোদী?

তবে তাঁর প্রথম প্রতিকৃতির ছবি প্রকাশ করতেই শুরু হয় চর্চা। ধেয়ে আসা নানা বিধ মন্তব্য। ওনেকেই তাঁর সেই প্রতিক্রিতি দেখে রাজাকে যম বা দৈত্যের সঙে তুলনা করেছেন। অনেকেরই মনে হয়েছে, রাজা চার্লসের চার দিকের ওই লালা রং যেনও রক্তের সমুদ্র। আর তিনি সেই রক্তের সমুদ্রের মধ্যে দাড়িয়ে রয়েছেন।  ছবিটিতে লাল রং-য়ের অত্যাধিক ব্যবহারের জন্য ছবিটি নারকীয় রুপ নিয়েছে বলেও অনেকের মত।

BJP Helpline

তবে ছিবিটি যে শুধু কটাক্ষেরই শিকার তা নয়। রাজা চার্লসের ছিবিটির বহু মানুষ প্রশংসাও করেছেন। ছবিতে রাজার ডান কাঁধের কাছে প্রজাপতিটি বহু প্রশংসাও কুড়িয়েছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর