Chandrababu Naidu

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: ভোট জিততে রাস্তা সারাই, পানীয় জলের পরিষেবা, সু-চিকিৎসা ব্যবস্থা দেওয়া, এমনকি শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিশ্রুতি। এছাড়াও প্রচারে নানা উন্নয়ন মূলক প্রতিশ্রুতি হামেসাই শোনা যায়। তবে ভোটের প্রচারে ‘অস্ত্র’ মদ!

ভোটারদের মন গলাতে মদকেই মহৌষধী! এ কেমন প্রতিশ্রুতি?

Advertisement of Hill 2 Ocean

ভারতের জায়গার নাম পরিবর্তন নিয়ে চিনকে কড়া জবাব প্রতিরক্ষামন্ত্রীর

সে বিধানসভা হোক বা পঞ্চায়েত। ভোটারদের মন জিততে নানান প্রতিশ্রুতি দিতে শোনা যায় জন- প্রতিনিধি থেকে প্রার্থীদের। তবে এখন তো আবার লোকসভা নির্বাচন তাই স্বভাবতই এবারও নানা উন্নয়ন মূলক প্রতিশ্রুতির কোথা শুনছে সাধারণ মানুষ। তবে এবার ভিন্ন ভাবে ভোট প্রচারে নেমেছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটারদের মন গলাতে মদকেই মহৌষধী হিসাবে দেখছেন বিরোধী চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্র প্রদেশের কুপ্পামে ভোট প্রচারে এসে তিনি বলেন, সমস্ত জিনিসের দাম বাড়ছে ব্যাপক হারে। মদের দামও আকাশছোঁয়া। তাই সরকার গড়লে মদের ভাল মানের পাশাপাশি আমরা মদের দাম কমানোরও দায়িত্ব নেব। এই প্রসঙ্গেই তিনি  অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে কটাক্ষ করে বলেন, মদের দাম বাড়িয়েছে তার সরকার। মদের দাম ৬০ টাকা থেকে ২০০ টাকা করেছে। আর লাভের ১০০ টাকা নিজেদের পকেটে ভরছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর