ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। আর সেই ভোট ঘোষণা এখনো হয়নি। তাই নিজের নামের জায়গায়, ‘ফিরসে মোদি সরকার’ লিখে দেওয়াল লিখন দিয়ে চব্বিশের লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।
ঘোষণার আগেই ভোটের প্রচার
সুতিতে উচ্চ মাধ্যমিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
সোমবার দুপুরে তাঁকে দেখা গিয়েছে গেরুয়া জামাকাপড় পড়ে দেওয়াল লিখতে। দেওয়ালে তিনি বানারহাট এলআরপি মোড় সংলগ্ন বাজারে ওইদিন বিজেপির নির্বাচনী চিহ্ন পদ্মফুল আঁকেন। ঘটনাকে ঘিরে তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। কেন্দ্রীয় মন্ত্রী ওইদিন জানান, সামনেই লোকসভা ভোট।
তাই কর্মীদের উৎসাহের জন্য তিনি দেওয়াল লিখন শুরু করেছেন। জন বার্লা কে নিয়ে তৃণমূলের বানারহাট ব্লকের সভাপতি সাগর গুরুং কটাক্ষের সুরে জানিয়েছেন, মন্ত্রী এলাকার কোন উন্নয়নমূলক কাজ করেননি। এলাকায় তাঁকে দেখতেই পাওয়া যায় না। ভোটে জিতে তিনি কয়েকশো বিঘার মালিক হওয়ার পাশাপাশি নিজের জন্য বিলাশবহুল বাড়িও তৈরি করেছেন। তিনি শুধু নিজের ব্যাক্তিগত উন্নয়নের কথাই ভাবেন। তাঁর জন্য দরকার বিজেপির টিকিত। সেই কারনেই তিনি গেরুয়া জামাকাপড় পড়ে দেওয়াল লেখার কাজে নেমেছেন। ইভিএম নিউজ