world map photo

ব্যুরো নিউজ,১০ আগস্ট:বাচ্চা থেকে বড় সবাইকে চমকে দেবে এই খবর।পৃথিবীতে মোট ১৯৫ টিরও বেশি দেশ রয়েছে। এইসব দেশগুলির মধ্যে কোন একটি আয়তনের দিক থেকে অনেক বড় আবার কোনটি আবার আয়তনের দিক থেকে একদম ছোট। এইসব বিষয়ে আমাদের স্কুল, কলেজ, কুইজ কম্পিটিশন, চাকরির পরীক্ষা বা তর্ক বিতর্কের  অংশ নিতে গেলে জানার প্রয়োজন হয়। পৃথিবীর কোন দিকে কোন কোন দেশ অবস্থিত তাও জানাটা দরকার। আপনি কি জানেন যে পৃথিবীর একদম মাঝখানে মানে অর্থাৎ কেন্দ্র বিন্দুতে কোন দেশ রয়েছে? জানলে আপনি অবাক হবেন।

অবশেষে হাসিনার প্রিয় মার্জার ফিরলো গণভবনে

বলুন তো কেন্দ্র বিন্দুর নাম

ছুটির দিনে বানিয়ে ফেলুন চিকেনর রেসিপি চিকেন সাসলিক

পৃথিবীর মাঝখানে অবস্থিত দেশটির নাম হল ঘানা তা আমরা অনেকেই জানি না। এই দেশকে পৃথিবীর কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। আফ্রিকা মহাদেশের ঘানা হলো পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত দেশ। কিন্তু আপনারা ভাবছেন যে এই দেশে কারা বাস করে বা এখানকার মানুষ গুলো কেমন তাই তো?সঠিক অর্থে দেখা যায় যে, পৃথিবীর কেন্দ্র হল 0°N 0°E, এবং সেখানে কোনও দেশ নেই। বিজ্ঞানীরা এই স্থানটিকে একটি কাল্পনিক স্থান হিসেবে ধরে থাকেন।ঘানা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু দূরত্ব ৩৮০ মাইল। এই দেশটিকে আফ্রিকারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহৃত করে। সে কেন্দ্র বিন্দুতে কোন মানুষ থাকে না। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর