ব্যুরো নিউজ,২৬ মার্চ ; মছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্ত আরও জোরদার হয়েছে। ইডির পর এবার সিবিআইও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন তার শাসনকালে একাধিক আর্থিক অনিয়ম হয়েছে, যা এখন তদন্তের আওতায় আনা হয়েছে।
সূত্রের খবর, দুর্নীতি ও বেআইনি লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি জোগাড় করতেই সিবিআই-এর এই অভিযান। তবে কংগ্রেস নেতা বঘেল এই তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, “বিজেপি সরকার বিরোধীদের দমন করতে ইডি ও সিবিআই-এর মতো সংস্থাকে ব্যবহার করছে।”বঘেল ছত্তীসগড়ের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন এবং এই সময়কালে কৃষক, শ্রমিক ও সমাজকল্যাণমূলক প্রকল্প নিয়ে কাজ করেছিলেন। কিন্তু ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরাজিত হলে, বঘেলের বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হয়।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “এই তদন্তের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুর্নীতির অভিযোগ গুরুতর এবং তা তদন্ত হওয়া উচিত। যদি বঘেল নির্দোষ হন, তবে তদন্তে ভয় পাওয়ার কিছু নেই।”এই তদন্ত ঘিরে ছত্তীসগড়ের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি বলছে, যে-ই দুর্নীতি করুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার ফলে রাজ্যে কংগ্রেস বনাম বিজেপির লড়াই আরও তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ধরনের তদন্ত বিরোধীদের ওপর চাপ বাড়ানোর কৌশল হতে পারে। । তবে শেষ পর্যন্ত তদন্ত কী ফলাফল বয়ে আনে, সেটাই দেখার বিষয়।