
শীতকালে ভোরবেলা কষ্ট করে উঠে হাঁটার পরও মেদ ঝরছে না? কিভাবে বেশি ক্যালোরি ঝরাবেন ভাবছেন?রইল সেরা কৌশল
ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:ভোরবেলা কষ্ট করে উঠে হাঁটা শুরু করার পরও যদি তেমন ফল না মেলে, তবে মনোবল ভেঙে যেতে পারে। বিশেষ করে শীতের সকালে বিছানার আরাম থেকে নিজেকে বের করে হাঁটতে যাওয়া অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবুও, চিকিৎসকরা বলছেন, হাঁটা শরীরের জন্য একদম সেরা ব্যায়াম। এটি শরীরকে ঝরঝরে রাখে, ক্যালোরি ঝরায় এবং নানা স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান করতে সাহায্য করে।